Bandarban Hill District Council Job Circular | বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এ নিয়োগ বিজ্ঞপ্তি
Bandarban Hill District Council Job Circular, Bandarban Hill District Council Job Circular 2025
চাকরির বর্ণনা
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এ বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদ সমুহঃ
- খাদিম
- মুয়াজ্জিন
- পেশ ইমাম
আবেদন করার প্রক্রিয়াঃ
আবেদনের শেষ তারিখ: ১০/০১/২০২৫ ইং
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
বান্দরবান পার্বত্য জেলার আয়তন ৪৪৭৯.০৪ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ৪,০৪,০৯৩ জন। এ জেলার রয়েছে দীর্ঘ ও গৌরবময় ইতিহাস। সুদূর অতীতে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে ত্রিপুরা রাজ ও আরাকান রাজের মধ্যে দ্বন্দ্ব চলার ফলে অঞ্চলটি বহুবার হাত বদল হয়। প্রাচীনকালে পার্বত্য অঞ্চলসহ চট্টগ্রাম ছিল বাংলার হরিকেল জনপদের অর্ন্তভূক্ত। ঐ সময়ে পার্বত্য চট্টগ্রামে কোন উপজাতীয় বসতি গড়ে উঠেনি। ৫৯০ খ্রিঃ পার্বত্য ত্রিপুরা রাজ বংশের প্রতিষ্ঠাতা জুযা রুপা (বীর রাজা) আরাকান রাজাকে পরাজিত করে তার দুই ভাই উদয়গিরি কিলাই এবং মংলাইকে পার্বত্য চট্টগ্রামে প্রেরণ করেন এবং তারা মাতামুহুরী নদীর দক্ষিণে পাহাড়ে বসবাস করতে থাকে। ৯৫৩ খ্রিঃ আরাকান রাজ সুলা সান্দ্র চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আবার দখল করে নেন। ১২৪০ খ্রিঃ ত্রিপুরা রাজা পুনরায় এটিকে উদ্ধার করেন। পরে সুলতানী আমলে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের অংশ বিশেষ ক্রমান্বয়ে সুলতান ফকরুদ্দীন মুবারক শাহ্ (১৩৩৮-১৩৪৯), সুলতান জালাল উদ্দিন মুহামমদ শাহ্ (১৪১৮-১৪৩১), সুলতান ইলিয়াস শাহ্ (১৪৫৯-১৪৭৪), সুলতান আলাউদ্দিন হোসেন শাহ্ (১৪৯৩-১৫১৯) এর শাসনাধীন ছিল। ১৫৭১ সাল থেকে এ অঞ্চল আরাকান রাজা মং ফালাউন ওরফে সিকান্দার শাহ্ এর অধীনে ছিল। ১৬৬৬ সালে সম্রাট আওরঙ্গজেবের আমলে পার্বত্য চট্টগ্রাম মোগল অধিকারে আসে। ১৭৬০ সালের ১৫ অক্টোবর বাংলার নবাব মীর কাশিম পার্বত্য চট্টগ্রামসহ পুরো চট্টগ্রামের দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানীর হাতে তুলে দেন এবং ১৭৮৫ সালে পার্বত্য চট্টগ্রাম ইংরেজদের পূর্ণ কতৃত্ব প্রতিষ্ঠিত হয়। বৃটিশ শাসনামলে ১৮৬০ সালে ‘রেইন অব ফ্রন্টিয়ার ট্রাইব্স এ্যাক্ট’ অনুসারে চট্টগ্রাম জেলা থেকে পার্বত্য অঞ্চলটিকে (উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে দক্ষিণে মায়ানমারের আরাকান রাজ্য পর্যন্ত) পৃথক করে পার্বত্য চট্টগ্রাম নামে একটি নতুন পৃথক জেলা সৃষ্টির মাধ্যমে ” হিল সুপারিনটেডেন্ট ” পদবীতে একজন শাসনকর্তা নিয়োগ করা হয়।
Bandarban is a district of 4,479.04 square kilometers and the total population is about 4,04,093. This district has a long and history of aristocratic heritage. Long in the past There was conflict between the King of Tripura and the King of Arakan. As a result, the authority of Chittagong and Chittagong Hill District areas were exchanged many times. In the primitive age Chittagong and Chittagong Hill Districts were within the area of Harical of Bangle. At that time there was no inhabitance of any indigenous people living in Chittagong Hill Tracts. In the year of 590 b.c. the founder of Hilly Tripura kingdom the knight king Juja Rupa won over the king of Arakan and sent his two brothers Udoy Giri Khilai and Monglai in Chittagong Hill Tracts., These brothers started to inhabit in the Southern hills of Mata Muhuri river.In 953 B.C. Sula Sandro the Arakanese king again conquered the lands of Chittagong and Chittagong Hill Tracts. In the year of 1240 the king of Tripura again recaptured these lands.Later during the reign of Sultans some of the important parts of Chittagong and Chittagong Hill Tracts were ruled by Sultan Mubarak Shah (1338-1349), Sultan Jamal Undine Mohammad Shah (1418-1431), Sultan Illish Shah (1459-1474), and Sultan Alauddin Hossen Shah (1493-1519). In the years of 1571 this land was in the hands of Arakanian king Mong Fala U also called as Sikandar Sha.In the year of 1666 during the reign of king Aorangi Jeb this land came under the authority of Mohall Emperors.
reference: http://bhdc.gov.bd/