বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এ ভর্তি বিজ্ঞপ্তি | Admission circular at Bangabandhu Textile Engineering College

  • Admission circular at Bangabandhu Textile Engineering College, Admission circular at Bangabandhu Textile Engineering College

    বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কালিহাতী, টাংগাইল-এ ৪ (চার) বছর মেয়াদি বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে লেভেল-১, টার্ম-১ এ ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

    ১। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা

    (ক) প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

    (খ) প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড / মাদ্রাসা শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল বা সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে ন্যূনতম জিপিএ ৩.৫০ (ঐচ্ছিক বিষয়সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে।

    (গ) প্রার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ইন জুট টেকনোলজি/ডিপ্লোমা ইন গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং কোর্সের পরীক্ষায় ৪.০০ এর স্কেলে কমপক্ষে সিজিপিএ (CGPA) ২.৭৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

    (ঘ) ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ইন জুট টেকনোলজি/ডিপ্লোমা ইন গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং কোর্সের পরীক্ষায় ২০২০ ও তৎপরবর্তী সনে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত সেক্টর, কর্পোরেশন-এ শিক্ষকতাসহ অন্যান্য পদে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।

    (ঙ) চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

    ২। ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট তারিখ ও সময়সূচি

    (ক) অনলাইনে আবেদনপত্র পূরণ ও ২৪/০৭/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১০:০০টা থেকে ২৩/০৮/২০২৩ খ্রিঃ পরীক্ষার ফি প্রদান শুরুর তারিখ ও সময় তারিখ বিকাল ০৫:০০টা পর্যন্ত।

    (খ) প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা: ০১/০৯/২০২৩ খ্রিঃ হতে ০৮/০৯/২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত।

    (গ) ভর্তি পরীক্ষার স্থান: বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কালিহাতী, টাংগাইল।

    (ঘ) ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ০৯/০৯/২০২৩ খ্রিঃ (শনিবার) সময় : সকাল ১১:০০ ঘটিকা থেকে ১২:২০ ঘটিকা পর্যন্ত।

    নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ ১১/০৯/২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে ওয়েবসাইট www.dot.gov.bd, https://btec.portal.gov.bd ও কলেজের নোটিশ বোর্ডে ফলাফল পাওয়া যাবে।

    বিঃদ্রঃ ১. বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি ইতোপূর্বে ১৬/০৪/২০১৩ তারিখে বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট www.dot.gov.bd এবং ১৭/০৭/২০২৩ তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশ করা হয়েছিল।

    ভর্তিসংক্রান্ত ব্যাপারে কোন তথ্য জানতে ০১৭২৬-০৫৮৫৯৩ (সকাল ০৯:০০টা হতে বিকাল ০৫:০০টা পর্যন্ত) নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

    Admission circular at Bangabandhu Textile Engineering College

     

     

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group