শাহীন স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল এ নিয়োগ বিজ্ঞপ্তি | Shaheen School And College Job circular
Shaheen School And College Job Circular, Shaheen School And College Job Circular
চাকরির বর্ণনাঃ
গাজিপুর শাহীন শিক্ষা পরিবার ও শাহীন স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল এ বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদ সমুহঃ
শাখা পরিচালক (প্রশিক্ষণ কালীন)
পদ সংখ্যা: ১২০ জন
ইংরেজি: ৪০ জন
গণিত: ৪০ জন
বিবিধ: ৪০ জন
আবেদন করার প্রক্রিয়াঃ
*** অতিরিক্ত তথ্য জানতে- ০১৬২২-২২২১১১ (WhatsApp)
*** আবেদন ফরম পাঠানোর ঠিকানা:
চেয়ারম্যান, শাহীন শিক্ষা পরিবার
SEF ভবন, শাহীন স্কুল (বাংলা ও ইংলিশ ভার্সন), রেজিষ্ট্রিপাড়া, টাঙ্গাইল।
*** আবেদন ফরম পাঠানোর শেষ সময় : ১০ এপ্রিল, ২০২৫ বিকাল ০৪.০০ টা পর্যন্ত ।
*** লিখিত পরীক্ষার সময় : ১২ এপ্রিল, ২০২৫ সকাল ১০.০০ ঘটিকায়।
*** পরীক্ষার ভেন্যু : SEF ভবন, শাহীন স্কুল (বাংলা ও ইংলিশ ভার্সন), রেজিষ্ট্রিপাড়া, টাঙ্গাইল।
প্রবেশপত্র বিতরণ:
WhatsApp এ মেসেজের মাধ্যমে প্রবেশপত্র পাঠানো হবে। প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে।
আবেদন ফরম ডাউনলোড করতে ক্লিক করুন Click Here
ডাকযোগ/ কুরিয়ার এর মাধ্যমে আবেদন ফরম এর প্রাপ্তি WhatsApp এস.এম.এস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আবেদনপত্র পাঠানোর ৭ দিনের মধ্যে ফিরতি এস.এম.এস না জানতে- ০১৬২২-২২২১১১ (WhatsApp) নম্বরে জিজ্ঞাসা বা জানানোর জন্য বলা যাচ্ছে।
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
পদের নাম : শাখা পরিচালক (প্রশিক্ষণ কালীন)
পদ সংখ্যা: ১২০ জন
ইংরেজি: ৪০ জন
গণিত: ৪০ জন
বিবিধ: ৪০ জন
বেতন ও অংশীদারত্ব:
অর্থ বিনিয়োগ না করেই গণিত ও ইংরেজিতে পারদর্শীগণ ১৫% অংশীদার ও মাসিক বেতন ১৫,০০০/- বিবিধ বিষয় পারদর্শীগণ: ১০-১৫% অংশীদার ও মাসিক বেতন ১৫,০০০/-
বিস্তারিত:
প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নিয়োগের পর স্থায়ীভাবে একটি শাখার পরিচালক হওয়ার সুবর্ণ সুযোগ! বিনা পুঁজিতে কমপক্ষে ৬ মাস থেকে ১২ মাস পর থেকে শাখা পরিচালক পদের জন্য যোগ্যতর হিসেবে বিবেচিত হবে ইং–শা-আল্লাহ। এ সুযোগের মধ্য দিয়ে বিনিয়োগ ছাড়াই শাহীন শিক্ষা পরিবারের অংশীদার হিসেবে একটি জেলা, উপজেলা বা একটি বাণিজ্যিক এলাকার শাখা পরিচালক হওয়ার অনন্য সুযোগ। একজন ব্যক্তি শিক্ষা জীবনে যতটুকু পরিশ্রম করুক না কেনো? ট্রেনিংকালীন কয়েকমাসের মধ্যেই তার জীবনের সাফল্যের চাকা ঘুরে যেতে পারে ইং–শা-আল্লাহ। তবে অসৎ, চারিত্রিক ত্রুটি, অলস, খিটখিটে মেজাজের সর্বোপরি আমানতদারিতে ঘাটতি ব্যক্তিদের জন্য শাহীন শিক্ষা পরিবার নহে।
শাখা পরিচালক হওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে যেসব যোগ্যতা ন্যূনতম থাকতে হবে তা নিম্নরূপ:
- ইংরেজি অথবা গণিত বিষয়ে পারদর্শী হতে হবে। ইংরেজির ক্ষেত্রে ইংরেজিতে এবং গণিতের ক্ষেত্রে অবশ্যই গণিত বিষয়ে ন্যূনতম পারদর্শী হতে হবে।
- বিবিধ: যেকোনো বিষয়ে শিক্ষাগত যোগ্যতা গ্রহণযোগ্য, তবে প্রশাসনিক দক্ষতা ভালো হতে হবে। যদিও প্রশাসনিক ট্রেনিং করানো হবে কিন্তু কিছু বিষয় রয়েছে একজন মানুষের স্বকীয়তায় গড়ে ওঠে।
- প্রশিক্ষণকালীন সময়ে সর্বোচ্চ পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে নিজেকে তৈরি করার মানসিকতা ও প্রচেষ্টায় লিপ্ত হওয়ার ইচ্ছা পোষণকারীরাই শুধুমাত্র দরখাস্ত করবে। শাহীন শিক্ষা পরিবারে আন্তরিকতা, পরিশ্রমই, সততা ও আমানতদারির গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এ সকল যোগ্যতা সম্পন্ন ব্যক্তি টিকে থাকতে পারে। তাছাড়া বাকিরা সাময়িকের জন্য টিকে থাকতে পারলে অস্থায়ীভাবে বহাল থাকতে পারে না।
- প্রশিক্ষণকালীন সময়ে মাসিক ১৫,০০০/- থেকে ২০,০০০/- টাকা প্রদান করা হবে। লিখিত পরীক্ষার ভিত্তিতে প্রশিক্ষণ কালীন সময়ের সম্মানী নির্ধারণ করা হবে।
- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: বিএ পাশ বা সমমান পাশ। (শাহীন শিক্ষা পরিবারের যে কোন শাখার শিক্ষকগণ আবেদনের সুযোগ পাবেন; এমনকি তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে ইং–শা-আল্লাহ)
- ইংরেজি/গণিত বিষয়ে পাঠদানে পারদর্শী, পরিশ্রমী তবে অধূমপায়ী ও পান খায় না এমন ব্যক্তি আবেদন করতে পারবেন। (ধূমপানকারী ও পান খাওয়া ব্যক্তি সম্পূর্ণ অযোগ্য)
- শাহীন শিক্ষা পরিবার এর বাংলাদেশের যে কোন জেলায় সম্পূর্ণ বদলী ভিত্তিতে প্রশিক্ষণকালীন সময়ে শিক্ষকতা করতে আগ্রহী প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করবেন। তবে নিজ জেলা ব্যতীত নিকটবর্তী জেলায় নিয়োগ হতে পারে।
- প্রাথমিক প্রশিক্ষণের সময়কাল: ৩ মাস।
★ প্রথম পর্যায়ে ১ মাস অনলাইনেই ট্রেনিং কার্যক্রম করানো হবে। প্রার্থীগণ নিজ বাসা থেকেই এই ১ মাস ট্রেনিং করতে পারবেন।
★ দ্বিতীয় পর্যায়ে ১ মাস টাঙ্গাইলে প্রধান শাখায় বিষয়ভিত্তিক সরাসরি ট্রেনিং কার্যক্রম অনুষ্ঠিত হবে। উক্ত সময় থাকা-খাওয়া কর্তৃপক্ষ বহন করবে। সেই সাথে ১৫,০০০/- টাকা সম্মানি হিসাবে প্রদান করা হবে।
★ তৃতীয় পর্যায়ে ১ মাস অনলাইনে আনুষঙ্গিক বিষয়ে ট্রেনিং কার্যক্রম করানো হবে এবং প্রধান কার্যালয়ের ট্রেনিং কার্যক্রমগুলোর উপরে নিজেকে শিক্ষার্থীর মতো লেখাপড়া করে যোগ্যতর হিসাবে গড়ে তুলতে হবে। উক্ত সময় প্রার্থী নিজ বাসায় অবস্থান করবেন অথবা শাহীন শিক্ষা পরিবার কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী কোন শাখায় যুক্ত রাখা হবে। এ সময় ৭,৫০০/- টাকা সম্মানি প্রদান করা হবে।
★ চূড়ান্ত প্রশিক্ষণ: প্রাথমিক প্রশিক্ষণে ৬০% এর অধিক নম্বরধারীগণ চূড়ান্ত প্রশিক্ষণের জন্য শাহীন শিক্ষা পরিবারের যে কোন জেলায় অথবা শূন্যপদ সাপেক্ষে নিজ জেলার পার্শ্ববর্তী জেলায় ছয় থেকে বারো মাস ব্যাপি শিক্ষক হিসেবে নিম্নোক্ত বেতন কাঠামোতে নিয়োগ প্রাপ্ত হবেন। প্রশিক্ষণ ও দক্ষতা সাপেক্ষে পর্যায়ক্রমে শাখা পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হবে। তবে উল্লেখ থাকে যে, শাহীন শিক্ষা পরিবারের কর্মরত শিক্ষকগণ ট্রেনিং করার পর শাহীন শিক্ষা পরিবারের পূর্ব শাখায় কর্মরত থাকতে পারবে বা হতে পারবে।
★ অ্যাপটিটিউট টেস্টের নম্বরের ভিত্তিতে মাসিক বেতন ১৫,০০০/- (৬০% মার্ক), ১৮,০০০/-(৭০% মার্ক), ১৮৫০০/- (৭৫% মার্ক), ১৯,০০০/- (৮০% মার্ক), ১৯,৫০০/- (৮৫% মার্ক) এবং ২০,০০০/- (৯০%+ মার্ক) নির্ধারণ করা হবে। উল্লেখ্য, ৬০% এর নিচে নম্বরপ্রাপ্ত প্রার্থীগণ প্রশিক্ষণ গ্রহণ করার কারণে শাহীন শিক্ষা পরিবারের কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী শাখায় শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ পাবেন।
- লিখিত, মৌখিক ও প্রশাসনিক পরীক্ষার মাধ্যমে জেলা শাখার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলে উপজেলা বা ইউনিয়ন (এমন অনেক জায়গা রয়েছে সেগুলো ইউনিয়নের মধ্যে হলেও একটি জেলা শাখার চেয়েও অর্থনৈতিকভাবে এগিয়ে রয়েছে) শাখার জন্য বিবেচিত হতে পারেন, সে ক্ষেত্রে অংশীদারিত্বের হার কমতে পারে।
- বিবিধ ক্যাটাগরির জন্য: প্রশিক্ষণ শেষে ৮-১২ মাস স্কুল সেকশনে কাজ করতে হবে। প্রয়োজনে আরও বেশি কাজের মাধ্যমে প্রতিষ্ঠান সম্পর্কে পূর্ণ ধারণা অর্জন করতে হবে। প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে পরিচালক হওয়ার সুযোগ থাকবে। শাহীন শিক্ষা পরিবারের কর্মরত শিক্ষকগণ শুধুমাত্র পরীক্ষার পর প্রশাসনিক প্রশিক্ষণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক দক্ষতা যাচাই করে শাখা পরিচালক পদে যোগ্যতা অর্জন করতে পারবেন।
- ট্রেনিং এর আগে অবশ্যই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ট্রেনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কোন প্রার্থী কাজ করতে অনাগ্রহ প্রকাশ করলে প্রার্থীর বিপরীতে প্রশিক্ষণকালীন সময়ে ব্যয় হওয়া অর্থ ফেরৎ প্রদান করতে হবে।
- শাহীন শিক্ষা পরিবারের নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে স্বহস্তে তথ্যাদি পূরণ করে নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে/ কুরিয়ার/স্ব-হস্তে পাঠাতে হবে। প্রাথমিক পর্যায়ে নির্ধারিত আবেদন পত্র ও নিজের পাসপোর্ট সাইজের ১ কপি ছবি ব্যতীত অন্য কোন কাগজপত্র পাঠাতে হবে না। তবে তথ্য ঘাটতি একজন প্রার্থীর অগ্রগামীতায় ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে।
(ই-মেইল এর মাধ্যমে প্রেরিত কোন C.V/ ফরম গ্রহণযোগ্য নয়)
*** অতিরিক্ত তথ্য জানতে- ০১৬২২-২২২১১১ (WhatsApp)
*** আবেদন ফরম পাঠানোর ঠিকানা:
চেয়ারম্যান, শাহীন শিক্ষা পরিবার
SEF ভবন, শাহীন স্কুল (বাংলা ও ইংলিশ ভার্সন), রেজিষ্ট্রিপাড়া, টাঙ্গাইল।
*** আবেদন ফরম পাঠানোর শেষ সময় : ১০ এপ্রিল, ২০২৫ বিকাল ০৪.০০ টা পর্যন্ত ।
*** লিখিত পরীক্ষার সময় : ১২ এপ্রিল, ২০২৫ সকাল ১০.০০ ঘটিকায়।
*** পরীক্ষার ভেন্যু : SEF ভবন, শাহীন স্কুল (বাংলা ও ইংলিশ ভার্সন), রেজিষ্ট্রিপাড়া, টাঙ্গাইল।
প্রবেশপত্র বিতরণ:
WhatsApp এ মেসেজের মাধ্যমে প্রবেশপত্র পাঠানো হবে। প্রিন্ট করে সাথে নিয়ে আসতে হবে।
আবেদন ফরম ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন
আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে অথবা স্বহস্তে জমা দিতে পারবেন
বি.দ্র:
ডাকযোগ/ কুরিয়ার এর মাধ্যমে আবেদন ফরম এর প্রাপ্তি WhatsApp এস.এম.এস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আবেদনপত্র পাঠানোর ৭ দিনের মধ্যে ফিরতি এস.এম.এস না জানতে- ০১৬২২-২২২১১১ (WhatsApp) নম্বরে জিজ্ঞাসা বা জানানোর জন্য বলা যাচ্ছে।
Shaheen School and College is a well-known educational institution in Pakistan, often providing a range of educational programs from early schooling to higher secondary levels. Many of these schools and colleges are focused on providing quality education, preparing students for both academic and extracurricular success.
There are several institutions with the name “Shaheen School and College” located in different parts of Pakistan, so their offerings might vary. Generally, these institutions follow either the local curriculum or international standards, including the Matriculation system, O and A Levels, and sometimes even vocational training programs.