Kishoreganj Palli Bidyut Samity Job Circular

  • Kishoreganj Palli Bidyut Samity Job Circular, Kishoreganj Palli Bidyut Samity Job Circular BD

    কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি স্থায়ী ভিত্তিতে বিভিন্ন  পদে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের থেকে আবেদনপত্র আহ্বান করেছে।

    পদ সমুহঃ

    নিচের বিজ্ঞাপনটি দেখুন

    আবেদন করার প্রক্রিয়াঃ

    প্রার্থীকে ‘জেনারেল ম্যানেজার, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মুকসেদপুর, কিশোরগঞ্জ’ বরাবর আবেদন করতে হবে।

    আবেদনের সময়সীমা: ২১/০১/২০২৪ ইং তারিখ পর্যন্ত। PDF Link

    Kishoreganj Palli Bidyut Samity Job Circular

     

    ভিশন ও মিশন

    মিশনঃ অত্র পবিসের ভৌগলিক এলাকার আওতাধীন সকল জনগোষ্ঠীকে সরকারের ভিশন-2021 বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌছে দেওয়ার মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।

    ভিশনঃ কিশোরগঞ্জ পবিসের আওতাধীন সকল জনগনকে গুনগত/নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা।

    কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, পাকুন্দিয়া, নান্দাইল, কটিয়াদী, তাড়াইল, ইটনা, মিঠামইন, করিমগঞ্জ, নিকলী, অষ্টগ্রাম উপজেলার বিশাল হাওড় এলাকা সমন্বয়ে 2555 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি গঠিত। বর্তমান সরকারের রূপকল্প 2021 বাস্তবায়নের অংশ হিসেবে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার লক্ষ্যে অত্র সমিতি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। গ্রামীন জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে মার্চ/18 পর্যন্ত 6505 কিঃমিঃ লাইন নির্মান সম্পন্ন করা হয়েছে এবং এপ্রিল/18 পর্যন্ত 3,35,122 জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। অত্র পবিসের 10টি উপকেন্দ্র- কিশোরগঞ্জ সদর-15এমভিএ, নান্দাইল-1-10এমভিএ, নান্দাইল-2-10এমভিএ, তাড়াইল-10এমভিএ, মিঠামইন-10এমভিএ, করিমগঞ্জ-10এমভিএ, কিশোরগঞ্জ-2 (বিসিক)-10এমভিএ, পাকুন্দিয়া-1-20এমভিএ, কটিয়াদী-10এমভিএ, হোসেনপুর-10এমভিএ এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

    email- kishpbs@yahoo.com

    Facebook- www.facebook.com/kishoregonjpbs

    Website- www.pbs.kishoreganj.gov.bd

     





     

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group