Matribhumi Dairy Food Limited Job Circular
Matribhumi Dairy Food Limited Job Circular, Matribhumi Dairy Food Limited Job Circular
চাকরির বর্ণনাঃ
মাতৃভূমি ডেইরী ফুডস্ লিমিটেড (এমডিএফএল), ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট (দিশা) পরিচালিত একটি সামাজিক শিল্পোদ্যোগ। দেশের প্রান্তিক খামারী থেকে সংগৃহীত দিয়ে দুগ্ধজাত পণ্য (দই, রসমালাই, মিষ্টি, মাঠা, ঘি) উৎপাদন এবং বাজারজাত করে আসছে। দুগ্ধজাত পণ্যের পাশাপাশি কোম্পানী বর্তমানে বেকারী পন্য উৎপাদন ও বাজারজাতকরণ করছে। বেকারী পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কুকিজ বিস্কুট, টোস্ট বিস্কুট, চানাচুর, লাচ্ছা সেমাই, ম্যাকারনি, পাস্তা, কাঁচা চিপস্, সলটেড বিস্কুট, মনেক্কা, ড্রাই কেক ইত্যাদি। মাতৃভূমি ডেইরী ফুডস্ লিমিটেড (এমডিএফএল) এর বেকারী পণ্যের বিক্রয় কার্যক্রম আরও গতিশীল করার জন্য নিম্নলিখিত পদে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন কর্মী নিয়োগ করার নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদ সমুহঃ
পদের নাম: টেরিটরি সেলস্ ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর
বয়স: ২৫-৩০ বৎসর।
অভিজ্ঞতা:
- প্রযোজ্য নয় তবে বিক্রয় কৌশল, বাজারজাতকরণ এবং বিপণন সর্ম্পকে ধারনা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
দায়িত্বসমূহ:
- প্রার্থীকে কোম্পানীর বিদ্যমান পরিবেশকগুলো পরিচালনা করতে হবে এবং নতুন নতুন পরিবেশক বৃদ্ধি করতে হবে। কার্যকরভাবে কোম্পানীর পরিবেশক টিমকে নের্তৃত্ব দিতে হবে এবং সর্বোপরি বিক্রয়ের বাৎসরিক এবং মাসিক টার্গেট অর্জন করতে হবে।
দক্ষতা:
- ১০০% বিক্রয় টার্গেট অর্জনের মানসিকতা থাকতে হবে, যোগাযোগ দক্ষতা থাকতে হবে, গাণিতিক দক্ষতা থাকতে হবে, মোটরসাইকেল চালানো জানতে হবে এবং বৈধ ড্রইভিং লাইসেন্স থাকতে হবে, প্রতিযোগীতাপূর্ণ পরিবেশে খাপ খাইয়ে নেয়ার ও কাজের চাপ নেয়ার মানসিকতা থাকতে হবে এবং ইতিবাচক নেতৃত্ব দেয়ার গুণাবলী থাকতে হবে।
কর্মস্থল:
- প্রাথমিকভাবে কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কক্সবাজার, সিলেট, ফরিদপুর, গাজীপুর জেলায় তবে কোম্পানীর প্রয়োজনে দেশের যেকোন জেলায় বদলী করা হতে পারে।
বেতন:
- শিক্ষানবীশ চলাকালীন প্রথম ৬ মাস ২২,০০০ টাকা করে। সফলতার সাথে প্রথম ৬মাস শেষ করার পর দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী বেতন ৩,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে। সফলতার সাথে এক বছর চাকুরি সম্পন্ন করার পর মাসিক বেতন ৩০,০০০ টাকা এবং অন্যান্য সুবিধা দেয়া হবে। এক বছর পর একজন দক্ষ এবং পরিশ্রমী টিএসএম মাসিক বেতন এবং অন্যান্য সুবিধা মিলে ৪০,০০০ টাকা প্লাস পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন।
অন্যান্য সুবিধা:
- কোম্পানীতে স্টাফদের জন্য আকর্ষনীয় বিক্রয় কমিশন, পারফরমেন্স বোনাস, বছরে ২ টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বিবাহভাতা, মোবাইল বিল, মোটর সাইকেল মেরামত ভাতা, মোটর সাইকেল যাতায়াত এর জন্য কি:মি: প্রতি ৪ টাকা জ¦ালানী বিল, স্ববেতনে পিতৃত্বকালীন ৭ (সাত) দিন ছুটি, বছরে ১২ দিন স্ববেতনে নৈমিত্তিক ছুটি, বছরে ১৫ দিন স্ববেতনে মেডিকেল ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান (যেমন, কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি)।
আবেদন করার প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ মার্চ ২০২৫ তারিখের মধ্যে মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সকল প্রাতিষ্ঠানিক শিক্ষা, অভিজ্ঞতার সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পরিচালক (মানবসম্পদ এবং প্রশাসন) দিশা, প্রধান কার্যালয়, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগার, ঢাকা-১২১৬ ঠিকানায় অথবা ই-মেইল- mdfl.data@gmail.com এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতিষ্ঠানের নির্ধারিত ফরমেটে ব্যাতিত আবেদন বাতিল হিসাবে বিবেচিত হবে। খামের উপর আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। (শুধু বাছাইকৃত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে)।