Uranium Corporation of India Limited Job Circular
Uranium Corporation of India Limited Job Circular, Uranium Corporation of India Limited Job Circular 2025
চাকরির বর্ণনাঃ
বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে।
ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ-বিজ্ঞপ্তিতে চুক্তির ভিত্তিতে পদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাডশিনাল ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট সুপারিন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ পারচেস, সুপারিন্ডেন্ট, ফোরম্যান পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ ৬৭টি।
পদ সমুহঃ
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার,
- ডেপুটি ম্যানেজার,
- অ্যাডশিনাল ম্যানেজার,
- ম্যানেজার,
- অ্যাসিস্ট্যান্ট সুপারিন্ডেন্ট,
- অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ পারচেস,
- সুপারিন্ডেন্ট,
- ফোরম্যান
দশম উত্তীর্ণ থেকে ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক এবং ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তবে, দশম উত্তীর্ণদের বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর উত্তীর্ণও হওয়া প্রয়োজন।
পারিশ্রমিক: নিযুক্ত ব্যক্তিরা ৩০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে পাবেন।
লিখিত পরীক্ষা কিংবা ট্রেড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আবেদনের শেষ তারিখ: ০৪/০৩/২০২৫ ইং
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন। ওই আবেদনপত্র ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর ঝাড়খণ্ডের দফতরের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনমূল্য ৫০০ টাকা। ৪ মার্চ পর্যন্ত আবেদনের শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন। Website: https://ucil.gov.in/jobportal/public/index.php
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
PDF DOWNLOAD: https://www.ucil.gov.in/pdf/job/Advt-02-2025-English%20scan.pdf
UCIL
The Uranium Corporation of India Limited (UCIL) is a public sector enterprise in India that operates under the ownership of the Department of Atomic Energy (DAE), which is a part of the Indian government. UCIL is primarily engaged in the mining and processing of uranium ore for use in India’s nuclear power program. It plays a crucial role in ensuring a steady supply of uranium, which is a key fuel for India’s nuclear reactors.
Here are some key points about UCIL:
- Established: UCIL was established in 1967 to undertake the mining and processing of uranium ore in India.
- Headquarters: The corporation’s headquarters are in Hyderabad, Telangana, India.
- Main Products: The main product of UCIL is yellowcake, which is a concentrated form of uranium extracted from the ore. Yellowcake is further used as fuel for nuclear reactors.
- Safety and Environmental Responsibility: Given the nature of its operations, UCIL emphasizes safety and environmental management practices in its mining and processing activities.
In addition to its core functions, UCIL also contributes to the country’s nuclear energy strategy and supports India’s ambitious nuclear energy goals. The company is actively working on modernizing and expanding its operations to meet the growing demand for uranium.