Sangeet Natak Akademi Job Circular
Sangeet Natak Akademi Job Circular, Ministry of Culture Recruitment 2025, Sangeet Natak Academy, New Delhi
চাকরির বর্ণনাঃ
কেন্দ্রীয় সরকার অধীনস্থ মিনিস্ট্রি অফ কালচার অধীনস্থ সঙ্গীত নাটক অকাদেমি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদ ১৬টি।
পদ সমুহঃ
- ডেপুটি সেক্রেটারি, – ৩৫ বছর থেকে ৪৫ বছর বয়সিদের নিয়োগ করা হবে, তাঁদের লাইব্রেরি সায়েন্স, ডকুমেন্টেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের মধ্যে যে কোনও একটিতে ডিপ্লোমা থাকা প্রয়োজন। একই সঙ্গে পারফর্মিং আর্টস বিষয়ে ১০ বছর ডকুমেন্টেশন, প্রোডাকশন সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- স্টেনোগ্রাফার, ২১ থেকে ২৮ বছর বয়সিদের আবেদন গ্রহণ করা হবে। তাঁদের উল্লিখিত পদে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং হিন্দি, ইংরেজিতে দ্রুত টাইপিংয়ের দক্ষতা থাকা প্রয়োজন।
- রেকর্ডিং ইঞ্জিনিয়ার, ২৮ থেকে ৩৫ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। ন্যূনতম দু’বছর সংশ্লিষ্ট পদে কোনও কেন্দ্রীয় সরকারি কিংবা রাজ্য সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- অ্যাসিস্ট্যান্ট, ২১ থেকে ২৮ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। সিনিয়র ক্লার্ক পদে আগে ন্যূনতম ছ’বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে।
- জুনিয়র ক্লার্ক – জুনিয়র ক্লার্ক পদে সেই সব দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ করা হবে, যাঁদের দ্রুত হিন্দি এবং ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা রয়েছে।
- মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে দশম উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ প্রার্থীদের নিয়োগ করা হবে
কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ১৬টি শূন্যপদ রয়েছে। প্রতি মাসের বেতন হিসাবে ১৯,৯০০ টাকা থেকে শুরু ১,১২,৪০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
কর্মস্থল হবে দিল্লি।
আবেদন করার প্রক্রিয়াঃ
আবেদনের শেষ তারিখ: ০৫/০৩/২০২৫ ইং
প্রতিষ্ঠানের ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ৫ মার্চ। আবেদনমূল্য ৩০০ টাকা। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
The Sangeet Natak Akademi (SNA) is India’s national academy dedicated to the promotion and preservation of the performing arts, including music, dance, and drama. SMA is headquartered in New Delhi, with regional centers across India to further its work in various states. Established in 1952 by the Indian government. The Akademi plays a pivotal role in safeguarding and advancing India’s diverse and rich heritage of traditional, classical, folk arts.
Key Roles and Objectives:
- Preservation of Cultural Heritage: The Akademi works to protect India’s performing arts traditions, many of which have been passed down for generations.
- Promotion of Artists: The Akademi offers financial support, scholarships, and fellowships to artists to ensure the continuity of these art forms.
- Documentation and Research: SNA conducts extensive research, documentation, and publication efforts to preserve India’s performing arts, both in written and audio-visual formats.
- Awards and Honors: It confers several prestigious awards, such as:
- Sangeet Natak Akademi Award: Recognizes outstanding achievement in the fields of music, dance, and drama.
- Fellowship: The highest honor conferred by the Akademi, known as Sangeet Natak Akademi Fellowship (Akademi Ratna), given to those who have made an exceptional contribution to the performing arts.
- Training and Education: The Akademi organizes workshops, seminars, and festivals, fostering a platform for both emerging and established artists to showcase and refine their talents.
Major Initiatives:
- Festivals and Programs: SNA organizes national and international festivals to promote India’s rich performing arts. Some of the important events include classical music festivals, dance festivals, and theatre events.
- Sanskriti Pratishthan: A program under the Akademi that aids in research, documentation, and publication of traditional arts.
- Kutiyattam: The Akademi has also been instrumental in preserving endangered art forms like Kutiyattam, an ancient Sanskrit theatre from Kerala, which is a UNESCO-recognized form of intangible cultural heritage.