Bangladesh Krira Shikkha Protisthan Job Circular (BKSP)
BKSP Job Circular, BKSP Job Circular 2024
চাকরির বর্ণনাঃ
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গ্রেডে শূন্য পদে স্থায়ী এবং অস্থায়ীভাবে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। সব বাংলাদেশি নাগরিক বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।
পদ সমুহঃ
- সহকারী শিক্ষক, বাংলা
- সহকারী শিক্ষক, গণিত
- সহকারী শিক্ষক, ইংরেজি
- সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান
- সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর/স্নাতক/সমমান ডিগ্রিধারীসহ উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতার প্রয়োজন আবশ্যক। সিনিয়র গবেষণা কর্মকর্তা এবং কোচ পদে আবেদনের জন্য অনূর্ধ্ব ৪০ বছর এবং অন্য সব পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতাদি দেওয়া হবে।
আবেদন করার প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ওবেবসাইট (www.bksp.gov.bd) থেকে ফরম ডাউনলোড ও স্বহস্তে লিখিত ফরম এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করে মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা বরাবর পাঠাতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা
আবেদন ফরম পাঠানো যাবে আগামী ২৯/০৮/২০২৪ ইং তারিখ পর্যন্ত।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে…
Bangladesh Krira Shikkha Protishtan (BKSP) is the national sports institute of Bangladesh. It is residential and is located at Savar, about 28 kilometres (17 mi) north-west of the capital, Dhaka, and about 8 kilometres (5.0 mi) north of the Sriti Soudho. It is a government-funded autonomous institution.
Bangladesh Krira Shikkha Protishtan was established in 1986 with the objective of developing sports in Bangladesh. BKSP is run by a Board of Governors, which is headed by the Minister of Youth and Sports. Brigadier General Md Rashidul Hasan has been the Director General of BKSP since March 2019.
Reference: https://en.wikipedia.org/wiki/Bangladesh_Krira_Shikkha_Protishtan