চাকরি পরীক্ষার প্রস্তুতি – সাধারণ জ্ঞান পর্ব – ০১ (খাদ্য ও পুষ্টি – ০১)

  • খাদ্য ও পুষ্টি – ০১

    ১. সুষম খাদ্যের উপাদান – ৬ টি ।

    ২. প্রোটিন বেশি থাকে — মসুরি ডালে ।

    ৩. হাড় ও দাতকে মজবুত করে — ক্যালসিয়াম ও ফসফরাস ।

    ৪. চা পাতায় থাকে — ভিটামিন বি কমপ্লেক্স ।

    ৫.ম্যালিক এসিড — টমেটোতে পাওয়া যায় ।

    ৬. ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে — ভিটামিন কে (K) ।

    ৭. Natural Protein এর কোড নাম — Protien – P 49 ।

    ৮.কচুশাক বিশেষভাবে মূল্যবান — লৌহ উপাদানের জন্য ।

    ৯. ভিটামিন সি হলো — অ্যাসকরবিক এসিড ।


    ১০. তাপে নষ্ট হয় — ভিটামিন সি ।

    ১১. অামিষের পরিমাণ সবচেয়ে বেশি — শুটকী মাছ ।

    ১২. গলগল্ড রোগ হয় — অায়োডিনের অভাবে ।

    ১৩. মানবদেহ গঠনে প্রয়োজন সবচেয়ে বেশি — অামিষের ।

    ১৪. অায়োডিন বেশি থাকে — সমুদ্রের মাছে ।

    ১৫. কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে অাছে — ক্যালসিয়াম অক্সালেট ।


    ১৬. রাতকানা রোগ হয় — ভিটামিন এ এর অভাবে ।

    ১৭. মুখে ও জিহবায় ঘা হয় — ভিটামিন বি₂ এর অভাবে ।

    ১৮. পানিতে দ্রবণীয় ভিটামিন — ভিটামিন বি ও সি ।

    ১৯. শিশুদের রিকেটাস রোগ হয় — ভিটামিন ডি এর অভাবে ।

    ২০. মিষ্টি কুমড়া — ভিটামিন জাতীয় খাদ্য ।

    ২১. মিষ্টি অালু — শ্বেতস্বার জাতীয় খাদ্য ।

    ২২. শিমের বিচি — অামিষ জাতীয় খাদ্য ।

    ২৩. দুধে থাকে — ল্যাকটিক এসিড ।

    ২৪. অায়োডিনের অভাবে — গলগন্ড রোগ হয় ।

    ২৫. হেজ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ — করমচা ।

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group