২০২০-২১ শিক্ষা বর্ষে বিডিএস ডেন্টাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি । BDS Dental Admission Circular

  • BDS Dental Admission Circular, BDS Dental Admission Circular 2021

    ১ম বর্ষ বিডিএস কোর্সে ভর্তির আবেদন আহ্বান (২০২০-২০২১ শিক্ষাবর্ষ)।

    সকল সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ/ইউনিট/ইনষ্টিটিউট এর জন্য প্রযােজ্য।

    ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তির জন্য আবেদন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী অনলাইনে আবেদনপত্র নির্ধারিত ছকে এবং নিম্নলিখিত শর্তাধীনে আহ্বান করা হচ্ছে :

    ০১. বাংলাদেশের নাগরিক শিক্ষার্থী যারা ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানসহ উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তির আবেদন করার যােগ্য হবেন। ইংরেজি ২০১৭ সালের পূর্বে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের যােগ্য বলে বিবেচিত হবেন না।

    ০২. সকল দেশী ও বিদেশী শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।

    ০৩. সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যােগ্য হবেন না।

    ০৪. সকলের জন্যে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপি ৩.৫০ থাকতে হবে।

    ০৫, ১০০ (একশত) নম্বরের ১০০ (একশত)টি এমসিকিউ প্রশ্নের ১ (এক) ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর বিন্যাস: জীববিজ্ঞান ৩০; রসায়নবিদ্যা ২৫; পদার্থবিদ্যা ২০; ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান: বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ ১০।

    ০৬. লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

    ০৭. লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

    ০৮. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মােট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিত ভাবে মূল্যায়ন করা হবে:

    ক) এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ১৫ গুণ = ৭৫ নম্বর (সর্বোচ্চ)

    খ) এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২৫ গুণ = ১২৫ নম্বর (সর্বোচ্চ)

    ০৯, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমােট (Aggregated) নম্বর (এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুণ + এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুণ + ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর) থেকে ০৫ (পাঁচ) নম্বর কর্তন করে এবং পূর্ববর্তী বৎসরের সরকারি ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট/মেডিকেল কলেজ এ ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে মােট প্রাপ্ত নম্বর থেকে ০৭.৫ (সাত দশমিক পাঁচ) নম্বর কর্তন করে মেধা তালিকা তৈরি করা হবে।

    ১০. লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং উপযুক্ত বর্ণিত পদ্ধতিতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যােগফলের ভিত্তিতে কৃতকার্য । পরীক্ষার্থীদের মেধা তালিকা প্রণয়ন করা হবে।

    ১১. অনলাইনে আবেদন পূরণ করার নির্দেশাবলী www.dghs.gov.bd ভালভাবে পড়ে বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে অনলাইন আবেদন পূরণ করতে হবে। পরীক্ষার ফিস হিসেবে শুধু Prepaid টেলিটকের মাধ্যমে ১০০০/- (এক হাজার) টাকা জমা দিতে হবে।

    ১২. অনলাইনে আবেদন শুরুর তারিখ: ২৭-০৩-২০২১ খ্রিঃ শনিবার (দুপুর ১২.০০টা)।

    ১৩. অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১৫-৪-২০২১ খ্রিঃ বৃহস্পতিবার (রাত্রি ১১.৫৯ মিঃ পর্যন্ত), এরপর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

    ১৪. প্রবেশপত্র বিতরণ (ডাউনলােড); ২৪-০৪-২০২১ খ্রিঃ শনিবার থেকে ২৬-০৪-২০২১ খ্রিঃ সােমবার পর্যন্ত।

    ১৫. ভর্তি পরীক্ষার তারিখ: ৩০-০৪-২০২১ খ্রিঃ শুক্রবার (সময়: সকাল ১০:০০ টা হতে ১১:০০ টা)।

    ১৬. BDS ভর্তির জন্য Online ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য (detail instructions for applicant) টেলিটকের | ওয়েবসাইট: http://dghs.teletalk.com.bd, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েব সাইট www.mohfw.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd হতে জানা যাবে।

    ১৭, আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ এবং চূড়ান্তকরণ কম্পিউটারের মাধ্যমে করা হবে।

    ১৮.১ বাংলাদেশী নাগরিক শিক্ষার্থী যারা বিদেশী শিক্ষা (0-Level/A-Level) কার্যক্রমে এসএসসি/এইচএসসি এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ তাদের মার্কস সীটসমূহ বাংলাদেশে প্রচলিত জিপিএতে রূপান্তর করে Equivalence Certificate সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাদেরকে পরিচালক, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবরে ২০০০/- (দুই হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আবেদন করে Equivalence Certificate সংগ্রহ করার সময় ID নম্বর নিতে হবে। (Equivalence Certificate সংগ্রহ করার জন্য এসএসসি/এইচএসসি এর সমমান পরীক্ষার মূল মার্কস সীট ও সনদপত্র প্রযােজ্য ক্ষেত্রে এবং মার্কস সীট ও সনদপত্রসমূহের সত্যায়িত কপি সাথে আনতে হবে)। ইতােমধ্যে যারা এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার জন্য Equivalence Certificate ও ID নিয়েছেন তাদের নতুন করে Equivalence Certificate ও ID নেওয়ার প্রয়ােজন নাই।

    ১৮.২ বাংলাদেশের নাগরিক যারা বিদেশ থেকে এসএসসি এবং এইচএসসি এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের মার্কসীটসমূহ সংশ্লিষ্ট দেশের বাংলাদেশী

    দূতাবাস বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা, বাংলাদেশ কর্তৃক সত্যায়িত করাতে হবে, অন্যথায় Equivalence Certificate দেওয়া যাবে না।

    ১৯, মুক্তিযােদ্ধা কোটার (বীর মুক্তিযােদ্ধার সন্তান, সন্তানদের সন্তান) দাবিদার হলে Eligible for Freedom Fighter Quota বাটনে ক্লিক করতে হবে। 

    মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং ৪৮.০০.০০০০.০০৩.২৫.০১৯.২০.৮৭৫ তারিখ ১৮/১০/২০২০ খ্রি: মূলে প্রকাশিত পরিপত্র অনুযায়ী স্বীকৃত তালিকা/গেজেটের নম্বর অনলাইন আবেদনে এন্ট্রি করতে হবে। চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নির্বাচিত ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির সময় মুক্তিযােদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বর্ণিত পরিপত্র অনুযায়ী মুক্তিযােদ্ধা কোটায় অন্তর্ভুক্তির যথাযথ প্রমাণাদি দাখিল করতে হবে। প্রমাণক ভুল প্রমাণিত হলে ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির যােগ্য বিবেচিত হবে না। ভুল করে এই মুক্তিযােদ্ধা কোটা অপশন দিলে কোটায় আসন পেলেও ভর্তি বাতিল হয়ে যাবে। মুক্তিযােদ্ধা কোটার দাবিদার প্রার্থীর ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য বিধি বিধান অনুসরণ করা হবে।

    ২০. নির্বাচিত প্রার্থীদের দেয়া তথ্য অসম্পূর্ণ অথবা ভুল প্রমাণিত হলে, তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। ২১. ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য স্বাস্থ্য অধিদপ্তর/স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট WWW.dghs.gov.bd থেকে জানা যাবে।

    ২২. ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

    ২৩. করােনাকালীন সময়ে পরীক্ষা সংক্রান্ত কার্যক্রমে স্বাস্থ্যবিধি মানার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরােধ করা হলাে।

    BDS Dental Admission Circular

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group