Technical and Madrasah Education Division Job Circular

  • Technical and Madrasah Education Division Job Circular, Technical and Madrasah Education Division Job

    চাকরির বর্ণনাঃ

    শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৩ ও ২০তম গ্রেডে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

    পদ সমুহঃ

    • ১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
      পদসংখ্যা:
      যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ লেখার গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
      বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
    • ২. পদের নাম: অফিস সহায়ক
      পদসংখ্যা:
      যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
      বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    আবেদনের শেষ তারিখ: 20 Apr 2024 ইং 

    বয়সসীমা

    ১ মার্চ ২০২৪ তারিখে প্রার্থীর বয়স হবে সর্বোচ্চ ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়স হবে সর্বোচ্চ ৩০ বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

    আবেদন যেভাবে
    আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে।

    আবেদন ফি
    অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ২ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

    আবেদনের সময়সীমা: ২০ মার্চ থেকে ২০ এপ্রিল ২০২৪, সন্ধ্যা ৬টা পর্যন্ত।

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

    Technical and Madrasah Education Division Job Circular

     

    TMED is a Bangladesh government division under the Ministry of Education responsible for Technical and Madrasah education in Bangladesh. It is responsible for 113 public technical education institutes and 03 public madrassas and 4727 private technical education institutes and 7620 private madrassas.

    The Government of Bangladesh split the Education Ministry into two divisions, TMED and Secondary and Higher Education Division, on 30 November 2016. It received 7,453 crore taka budget in 2019 which was a slight increase over the last year.

    Reference: https://en.wikipedia.org/wiki/Technical_and_Madrasah_Education_Division

    The primary education level is carried out through this department, all the activities of TMED without secondary and higher education. In addition, technical and madrassa makes laws, rules and regulations for education administration and management. The agencies under this department monitor the management activities of the next recognized technical and madrasas at the primary level. Currently there are 113 government and 4727 private technical education institutes, 03 government madrassas and 7620 private madrassas.

    Website: http://www.tmed.gov.bd/

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group