National Agriculture Training Academy Job Circular | জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি এ নিয়োগ বিজ্ঞপ্তি

  • National Agriculture Training Academy Job Circular, National Agriculture Training Academy Job

    চাকরির বর্ণনাঃ

    জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি এ বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

    পদ সমুহঃ

    • ক্যাটালগার
    • গাড়ীচালক
    • ফটোগ্রাফার
    • অফিস সহায়ক

    আবেদন করার প্রক্রিয়াঃ

    আবেদনের শেষ তারিখ: 19 Apr 2024 ইং 

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

    National Agriculture Training Academy (1)

    অবস্থানঃ

    জয়দেবপুর, গাজীপুর, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট  এর পার্শে¦ মনোরম পরিবেশে পূর্বতন সার্ডির অবকাঠামো ও জমিতে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি(এনএটিএ) আত্মপ্রকাশ করেছে।

    ইতিহাসঃ

    ১৯৭৫ খ্রিস্টাব্দ জাইকার সহায়তা প্রকল্প হিসাবে  কেন্দ্রীয় সম্প্রসারণ সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (সার্ডি) প্রতিষ্ঠিত হয়।

    ১৯৮৪ খ্রিস্টাব্দ  কেন্দ্রীয় সম্প্রসারণ সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট(সার্ডি) ডিএইর অন্তর্ভুক্ত হয়।

    ২০১৩ খ্রিস্টাব্দের ০৩ এপ্রিল  কেন্দ্রীয় সম্প্রসারণ সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট(সার্ডি) বিলুপ্ত করে কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা  হিসাবে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি(নাটা) এর সরকারী আদেশ জারী করা হয়।

    ২০১৪ এর জুন মাসে মহাপরিচালক নিয়োগের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়।

    ভিশন

    জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি কে কৃষি ক্ষেত্রে দক্ষ জনবল গঠনে উৎকর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত করা।

    মিশন

    ভিশন অর্জনে আমরা অঙ্গীকারাবদ্ধ-

    মানসম্মত প্রশিক্ষণ প্রদান, গবেষণা, উন্নয়ন এবং প্রকাশনা এর মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের অধিনস্ত সকল প্রতিষ্ঠানের মানব সম্পদের উন্নয়ন করা।
    কৃষি সেবা প্রদান পদ্ধতির মানোন্নয়নে শিক্ষা-গবেষণা-সম্প্রসারণ এর সম্পর্ক জোরদারকরণ।
    সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশ-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহের সাথে যোগসূত্র গড়ে তোলা।
    জ্ঞানভিত্তিক নিবিড় কৃষি সেবা উন্নয়নের জন্য অবিরাম শিক্ষণ প্রক্রিয়ার চর্চা করা।

    Website: http://www.nata.gov.bd/

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group