রাজউক উত্তরা মডেল কলেজে এ ভর্তি বিজ্ঞপ্তি । RAJUK Uttara Model College Admission Circular

  • RAJUK Uttara Model College Admission Circular, RAJUK Uttara Model College Admission

     ২০২৪ শিক্ষাবর্ষে এ কলেজে নিম্নবর্ণিত আসন সংখ্যা ও সময়সূচি অনুযায়ী লটারির মাধ্যমে ৬ষ্ঠ এবং ৯ম শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে :

    ২। অনলাইনে আবেদনের তারিখ: ১১/১১/২০২৩ থেকে ২৫/১১/২০২৩ তারিখ রাত ১১.৫৯ টা পর্যন্ত।

    ৩। ফরম পূরণ : www.rajukcollege.edu.bd ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ এবং Submit করতে হবে। আবেদন Submit এর পর আবেদন ফি ২৬/১১/২০২৩ তারিখ বিকাল ১৪০০ ঘটিকার মধ্যে bKash (বিকাশ) এর মাধ্যমে কলেজের মার্চেন্ট বিকাশ একাউন্ট ০১৭১৪-০৩৪৪৪১ নম্বরে পেমেন্ট করে Index Number সহ পূরণকৃত আবেদনপত্র ও প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

    ৪। আবেদনের যোগ্যতা :৫।

    ক। ৬ষ্ঠ শ্রেণির জন্য: (১) ২০২৩ সালে ৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। অনলাইন ভেরিফাইড জন্মসনদ অনুয়ায়ী ৩১/১২/২০২৩ তারিখে বয়স ১০ থেকে ১২ বছর ৬ মাস এর মধ্যে হতে হবে।

    (২) ৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় সার্বিকভাবে ৭০% এর উপরে এবং বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ৮৫% এর উপর নম্বর থাকতে হবে।

    খ। ৯ম শ্রেণির জন্য: (১) ২০২৩ সালে ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং জেএসসি রেজিস্ট্রেশন সম্পন্নকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। অনলাইন ভেরিফাইড জন্মসনদ অনুয়ায়ী ৩১/১২/২০২৩ তারিখে বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে হতে হবে।

    (২) আবেদনকারীর ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় সার্বিকভাবে ৭০% এর উপরে এবং ইংরেজি, বিজ্ঞান ও গণিত বিষয়ে ৮০% এর উপর নম্বর থাকতে

    হবে।

    একজন শিক্ষার্থী বাংলা অথবা ইংরেজি যে কোন একটি ভার্সনে উভয় শিফটে আবেদন করতে পারবে। বৃটিশ কারিকুলামে অধ্যয়নরত শিক্ষার্থীরা কেবল ইংরেজি ভার্সনে ৬ষ্ঠ শ্রেণিতে আবেদন করতে পারবে। ভর্তির পর শিট, ভার্সন এবং বিভাগ পরিবর্তন করা যাবে না। উল্লেখ্য যে, এ কলেজে অধ্যয়নরত এবং ছাড়পত্র গ্রহণকারী কোন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবে না।

    ৬। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী FQ এবং উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় বসবাসরত শিক্ষার্থীরা Catchment Area কোটায় আবেদন করতে পারবে। কোটা নির্বাচনে ভুল হলে সংশোধন করা যাবে না।

    ৭। লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিতদের ভর্তির পূর্বে কাগজপত্রসহ প্রয়োজনীয় যাচাই পূর্বক ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে এবং ভর্তির বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

    ৮। ভর্তির বিস্তারিত তথ্য কলেজ নোটিস বোর্ড এবং কলেজ ওয়েব সাইট (www.rajukcollege.edu.bd) থেকে জানা যাবে।

    ৯। হেল্প লাইন (কেবলমাত্র ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য) ০১৮৫৩3692323 01828৫৮৭৮৮৮ এবং ১৬২৪৭ (বিকাশ পেমেন্ট সংক্রান্ত)

    (সময় : সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত)।

    RAJUK Uttara Model College Admission Circular

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group