প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি । Preparation for primary teacher recruitment exam
Preparation for primary teacher recruitment exam, Preparation for primary teacher recruitment exam 2020
প্রাথমিক সহকারী শিক্ষক এবং প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ৮০ নম্বরের লিখিত এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষাসহ মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা নেওয়া হবে বহু নির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে। এমসিকিউ প্রশ্নের জন্য সময় থাকবে ৮০ মিনিট।
বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটি বিষয় থেকে প্রতিটি বিষয়ে ২০টি করে মোট ৮০টি এমসিকিউ প্রশ্ন থাকবে, যার মান থাকবে প্রতিটি ১ করে। একটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। তাই চারটি প্রশ্নের ভুল উত্তর দিলে ১ নম্বর কাটা যাবে।
মৌখিক পরীক্ষায় থাকবে ২০ নম্বর শুদুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণদেরই জন্য। একাডেমিক ফলাফল বা শিক্ষাগত যোগ্যতার ওপর থাকবে ৫ নম্বর। এক্সট্রা কারিকুলাম (নাচ, গান, অভিনয়, আবৃত্তি) এর ওপর বরাদ্দ থাকবে ৫ নম্বর। বাকি ১০ নম্বর থাকবে সাধারণ জ্ঞানের ওপর।
মৌখিক পরীক্ষায় সাধারণ জ্ঞানের জন্য প্রার্থীর নিজ জেলার থানা বা উপজেলার আয়তন, জনসংখ্যা, সংস্কৃতি, জেলার ইতিহাস, রাজনীতি ইত্যাদি সম্পর্কে ধারণা থাকলে ভালো করা যাবে।