কুমুদিনী নার্সিং কলেজ এ ভর্তি বিজ্ঞপ্তি । Kumudini Nursing College admission circular

  • Kumudini Nursing College admission circular, Kumudini Nursing College admission

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিয়ন্ত্রনে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারী নিয়ম অনুযায়ী কুমুদিনী নার্সিং কলেজে ২০২২ – ২০২৩ ইং শিক্ষাবর্ষে নিম্নলিখিত কোর্স সমূহে ভর্তির জন্য ভর্তি ইচ্ছুক শুধুমাত্র ছাত্রীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে ।

    ১। বি.এস সি, ইন নার্সিং (৪ বছর মেয়াদী)

    ২। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি (৩ বছর মেয়াদী)

    ৩। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (৩ বছর মেয়াদী)

    কোর্স সমূহে ভর্তির জন্য আবেদনের যােগ্যতা ও

    ১। কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।

    ২। প্রার্থীকে অবিবাহিতা এবং শারীরিক ও মানসিক দিক থেকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

    ৪। পাসপাের্ট সাইজের ৩ কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। ( সংযুক্ত ছবি ও কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে

    লাগানাে ছবির সাথে মিল থাকতে হবে)।

    ৫। এস.এস.সি. এবং এইচ.এস.সি. পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি (মূল সাময়িক), একাডেমিক ট্রান্সক্রিপ্ট/ মার্কসীটের ফটোকপি, | প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে ।

    ৬। চেয়ারম্যানের নিকট হতে নাগরিকত্বের সনদপত্র এবং Gন্ম সনদ/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে।

    ৭। কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ফলাফলের সার্টিফিকেটের ফটোকপি আবেদন ফরমের সাথে জমা দিতে হবে।

    ভর্তির আবেদন ফরম অফেরতযোগ্য ৫১০/- (পাঁচ শত দশ) টাকা মার্চেন্ট বিকাশ (০১৭৩০০৯০২৯৭) এর মাধ্যমে পেমেন্ট করে কলেজের ওয়েবসাইটে www.kumudininursing.edu.bd অনলাইনে আবেদন ফরম ১৫ জুন ২০২৩ বিকাল ৪.০০ টা পর্যন্ত জমা দেওয়া যাবে।

    কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার নম্বর, এস.এস.লি. এবং এইচ,এস,সি, পরীক্ষার নম্বরের ভিত্তিতে ভর্তি করা হবে। অন্যান্য সকল তথ্যের জন্য কুমুদিনী নার্সিং কলেজ, মির্জাপুরে যােগাযােগ করতে বলা হচ্ছে ।

    * ভর্তির দিন এস.এস.সি, এবং এইচ.এস.সি. পরীক্ষার সার্টিফিকেট (মূল/ সাময়িক) জমা দিতে হবে।

    * স্কলারশীপের বিশেষ ব্যবস্থা রয়েছে।

    অধ্যক্ষ কুমুদিনী নার্সিং কলেজ মির্জাপুর, টাংগাইল

    Online Admission Click Here

    Nursing Course Admission Circular

    Kumudini Hospital was founded by Rai Bahadur R P Shaha in 1938. Lord R G Casey the then Governor of British Bengal formally inaugurated the 750 bedded Kumudini Hospital on 29 July 1944. At inception nursing service used to be provided by foreign nurses from the UK. This was followed by recruiting local womenfolk who were trained by the foreign nurses. Kumudini Nursing School started functioning in 1973 followed by Kumudini Nursing College in 2007. In consonance with the founder’s philosophy Kumudini Nursing School & College continue to elevate the status and dignity of women by offering quality education and training.

    Address

    Kumudini Nursing School & College
    Mirzapur, Tangail Bangladesh

    Mail

    info@kumudininursing.edu.bd

    Phone

    +880 2-9849637

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group