চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি | Chattogram Divisional Commissioners Office Job Circular
Chattogram Divisional Commissioners Office Job Circular , Chattogram Divisional Commissioners Office Job
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়, এর নিম্নে উল্লেখিত পদে সরাসরি নিয়োগের জন্য বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করেছে।
পদ সমুহঃ
- গাড়িচালক
আবেদন করার প্রক্রিয়াঃ
আবেদনের শেষ তারিখ: ০৬/১১/২০২৩ ইং
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
পাহাড় সমুদ্র নদী সমতলবেষ্ঠিত ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বের দীর্ঘতম সমুদ্র উপকূলের অনুপম সৌন্দর্যের আধার চট্টগ্রাম বিভাগ। বিভাগের দক্ষিণে দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর। বাংলাদেশের মানচিত্রে পূর্ব-দক্ষিণ অঞ্চলে চট্টগ্রাম বিভাগের অবস্থান। পৃথিবীর মানচিত্রে চট্টগ্রাম বিভাগের অবস্থান ২২.২২ ডিগ্রী উত্তর অক্ষাংশ হতে ২২.৩৭ ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ৯১.৪৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা হতে ৯১.৮০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমায়।
১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর বাংলার স্বাধীনতা অস্তমিত হলে ১৭৬৫ সালের আগস্ট মাসে মোগল সম্রাট শাহ আলমের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সন্ধি অনুযায়ী বাংলা, বিহার ও ওড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায়ের ভার কোম্পানি গ্রহণ করে। মূলত রাজস্ব আদায়ের দিকে কোম্পানির মনোযোগ ছিল বিধায় দেশের প্রশাসন ব্যবস্থার দিকে খুব একটা তৎপরতা তাদের ছিল না। কিন্তু ভারতে কোম্পানির কর্মচারীগণ প্রশাসনিক ক্ষমতার ভাগীদার হতে প্রথম থেকে আগ্রহী ছিলেন। কোম্পানির নীতিনির্ধারকগণ সমগ্র দেশের ওপর কর্তৃত্ব স্থাপনের জন্য একটি শক্তিশালী প্রশাসনিক ইউনিট গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেন। ফলে ইংরেজগণ রাজস্ব প্রশাসনব্যবস্থার পাশাপাশি ফৌজদারি ও সাধারণ প্রশাসন গড়ে তোলার দিকে মনোযোগ দেয়।