যশোর জেলা প্রসাশকের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি । Jessore District Commissioner Office Jobs

  • এই সার্কুলারের আবেদনের সময় শেষ হয়ে গিয়েছে, নতুন চাকরির খবর গুলো দেখতে ক্লিক করুন

    Jessore District Commissioner Office Jobs, Jessore District Commissioner Office Jobs news

    চাকরির বর্ণনাঃ

    জেলা প্রশাসকের কার্যালয়, যশোর -এ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে বিভিন্ন পদে নিয়োগের জন্য যশোর জেলার স্থায়ী বাসিন্দাদের থেকে দরখাস্ত আহ্বান করেছে।

    পদ সমুহঃ

    নিচের বিজ্ঞপ্তিটি দেখুন।

    আবেদন করার প্রক্রিয়াঃ

    আবেদনের সময়সীমা: : ১৯/১০/২০২৩ ইং তারিখ পর্যন্ত।

    বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

    Jessore District Commissioner Office Jobs

    প্রশাসনিক কাঠামোর দিক থেকে যশোর বাংলাদেশের ১৩তম বৃহত্তম জেলা। খুলনা বিভাগের অধীন ৮টি উপজেলা নিয়ে এ জেলা গঠিত। জেলার মোট আয়তন২৫৯৪.৯৫ বর্গমাইল এর মধ্যে ৬০ বর্গমাইল নদী এলাকা। ২০১১ সালের আদম শুমারী অনুযায়ী যশোর জেলার মোট লোকসংখ্যা ২৭,৬৪,৫৪৭ জন। রাজধানী ঢাকা থেকে সড়ক পথে এ জেলার দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার।

    বৃহত্তর যশোর জেলা ৮৮°৪০’ হতে ৮৯°৫০’ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২২°৪৭’ হতে ২৩°৪৭’ উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। যশোর একটি মৃতপ্রায় ব-দ্বীপ, পদ্মা ও হুগলী নদীর মধ্যবর্তী সুবৃহৎ ব-দ্বীপটির একটি অংশ হচ্ছে যশোর। অল্পকথায় গংগা ও ব্রক্ষ্মপুত্রের মধ্য ভাগে ব-আকৃতির জায়গাকে উত্তর-দক্ষিণ বরাবর সমান তিনভাগে ভাগ করলে মধ্য ভাগের পশ্চিম-উত্তর ও দক্ষিণপূর্ব অংশ ছাড়া অবশিষ্ট অংশ যশোর। তৎকালে জেলার দৈর্ঘ্য ছিল ২৪৪ কিলোমিটার বা ১৪০ মাইল এবং প্রস্থ ৭৬.৮ কিলোমিটার বা ৪৮ মাইল। সেমোতাবেক আদি যশোরের আয়তন ছিল ১৪৫৬০বর্গ কিলোমিটার বা ৫৬০০ বর্গমাইল। যার মধ্যে ৪৪৬১.৬ বর্গ কিলোমিটার বা ১৭৬০ বর্গমাইল সুন্দরবন অংশ। এ কালপূর্ব থেকে প্রাক-পাকিস্তান পূর্বে যশোর জেলার আয়তন ছিল ৭৬৫০ বর্গ কিলোমিটার বা ২৫২৫ বর্গমাইল। বর্তমানে এ জেলায় কোন বনভূমি নেই। যশোর জেলায় অবস্থিত নদী সমূহের মধ্যে ভৈরব, চিত্রা, কপোতাক্ষ, হরিহর, দাদরা, বেত্রাবতী, কোদলা ও ইছামতি অন্যতম।

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group