২৫ এপ্রিল পর্যন্ত বাড়লো সাধারণ ছুটির মেয়াদ
দেশে করোনাভাইরাসে আক্রান্তে সংখ্যা আসংখ্যা জনক বৃদ্ধির কারণে সরকারি ছুটির মেয়াদ আরেক দফা বাড়লো। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি ও নিয়ন্ত্রিত চলাচলের মেয়াদ বাড়ালো ২৫ এপ্রিল পর্যন্ত। এবার চতুর্থবারের মতো সরকারি ছুটি বাড়ানো হলো। সবাইকে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) এই তথ্য জানানো হয়। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এর আগে ২৬ মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটি দুই দফা বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়। একইসঙ্গে বাতিল হয় পহেলা বৈশাখের সরকারি আনুষ্ঠানিকতাও। একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে সবধরনের গণপরিবহন চলাচলও।
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। ইতোমধ্যেই এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত দাড়িয়েছে ৪২৪ জনে।