তাবলিগের মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভী ও করোনায় আক্রান্ত হয়েছে
এনডিটিভি জানায়, আত্মগোপনে থাকা তাবলিগের মুরুব্বি মাওলানা সাদ কান্দলভিও করোনায় আক্রান্ত হয়েছে। তার দুটি অডিও ক্লিপ দিল্লি পুলিশের হাতে এসেছে। সেখানে এক চিকিৎসকের পরামর্শ মেনে তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন বলে দাবি করেন।
এদিকে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এই সমাবেশ করায় তাবলিগ জামাতের প্রধান মাওলানা সাদ কান্দলভিসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ।
গত ১ থেকে ১৫ মার্চের মধ্যে দিল্লির তাবলিগ-ই-জামাতের কেন্দ্রীয় কার্যালয় মারকাজ নিজামুদ্দিনে অন্তত দুই হাজার মানুষের সমাগম হয়। ভারতের বিভিন্ন প্রদেশ ছাড়াও সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজস্তানসহ কয়েকটি দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ওই জমায়েতে যোগ দেন।
করোনা ছড়িয়ে পড়ার পর মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে যোগ দেওয়া অন্তত ৮৫০ জনকে খুঁজে বের করে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত অন্তত ৩৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।