চোখে এলার্জি সমস্যা ও তার প্রতিকার

  • Eye allergy problem and its remedy, Eye allergy problem its remedy 

    চোখেও অন্যান্য অ্যালার্জির মতো এলার্জি হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলে। ধুলাবালি, সূক্ষ্ম ময়লা, রাসায়নিক পদার্থ বা খাবার থেকে চোখে এলার্জি হতে পারে।

    চোখে এলার্জি হলে চোখে চুলকানি ও অনবরত পানি পরে, চোখ লাল হয়ে যাওয়া, চোখে খচখচ অনুভব হওয়া, চোখ ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণ সমূহ দেখা যায়। এই সকল লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। পাশাপাশি চোখ সব সময় পরিষ্কার রাখতে হবে।

    চোখে ঘন ঘন হাত দেওয়া যাবে না। চোখ পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে।  বাইরে গেলে চোখে যেন ধুলাবালি না যায় তার জন্য চশমা পরতে হবে। যে সব খাবারে এলার্জি হয় সেই সকল খাবার কয়েক দিন এড়িয়ে চলতে হবে। যাদের সব সময় চোখে এলার্জির সমস্যা হয় তাদের সচেতন থাকতে হবে।

    Eye allergy problem and its remedy

     

    প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে । গ্রুপে জয়েন করতে ক্লিক করুন এই ছবিতে ।

    Join our Facebook Group