করোনায় জুমার নামাজের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
বিশ্ব আজ করোনাভাইরাসে আক্রান্ত। আমাদের দেশও বেশ ঝুঁকিপূর্ণ। সরকার ও জনগণ চরম উদ্বিগ্ন। এ সংকটময় মুহূর্তে আমাদের তাওবা, ইস্তেগফার ও আল্লাহর সাহায্য প্রার্থনার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করতে হবে। একটি হাদিসে আছে ইসলামে কোনো কুলক্ষণ ও সংক্রমণ নেই, অন্য হাদিসে আছে ‘তোমরা কুষ্ঠ রোগী থেকে দূরে থাকো, যেভাবে তুমি বাঘ থেকে দূরে থাক।’ (বুখারি: ৫৭১৭)।
এ ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন খুবই গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছে। নিম্নোক্ত ব্যক্তিদের মসজিদে না আসার জন্য বলা হয়েছে- যারা করোনাভাইরাসে আক্রান্ত; যাদের সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট আছে; যারা আক্রান্ত দেশ ও অঞ্চল থেকে এসেছেন; যারা ওইরূপ মানুষের সংস্পর্শে গিয়েছেন; যারা বিভিন্ন রোগে আক্রান্ত; বয়োবৃদ্ধ, দুর্বল, নারী ও শিশু; যারা অসুস্থদের সেবায় নিয়োজিত ও যারা মসজিদে গিয়ে আক্রান্ত হওয়ার আশঙ্কা করেন।
যারা জুমা ও জামাতে যাবেন তারা সবাই সব ধরনের সুরক্ষা ব্যবস্থা অবলম্বন করবেন। অজু করে নিজ নিজ ঘরে সুন্নাত ও নফল আদায় করবেন। শুধু জামাতের সময় মসজিদে যাবেন এবং ফরজ নামাজ শেষে দ্রুত ঘরে চলে আসবেন। সাবান দিয়ে বারবার হাত ধোয়া, মাস্ক পরা, জীবাণুনাশক দিয়ে মসজিদ ও ঘরের মেঝে পরিষ্কার রাখাসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব নির্দেশনা মেনে চলবেন। হঠাৎ হাঁচি-কাশি এসে গেলে টিস্যু বা বাহু দিয়ে মুখ ঢেকে রাখবেন। নিরাপদ দূরত্ব বজায় রেখে কাতারবন্দি হবেন।
এ হচ্ছে সতর্কতা ও সাবধানতার বিষয়। সর্বোপরি মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি, এ সংকটময় মুহূর্তে পূর্ণরূপে মহান রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হবে।